জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন। যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন, তাদের বয়কট করুন। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে।’
বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই পদযাত্রার সমন্বয়ক মোল্লা এহসান ফারুক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম। এনসিপি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা উপলক্ষে চুয়াডাঙ্গায় এ পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় নাহিদ বলেন, ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমাদের পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি। আমাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষকে খুন-গুম করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিলেন। আপনাদের সন্তানরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে শত শত নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। বিগত সময়ের কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। আমরা বলে দিয়েছি আর একজন বাংলাদেশিকে হত্যা করা চলবে না। বিজিবির ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা ভারতীয় প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলবেন। তারা অস্ত্র দিয়ে কথা বললে আপনার অস্ত্রের ভাষায় তার জবাব দেবেন।
তিনি চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে বলেন, আপনারা যে কোনো প্রয়োজনে পাশে পাবেন আমাদের। এনসিপি আপনাদের সঙ্গে আছে। আপনাদের সঙ্গে আছি আমরা। আপনাদের সন্তান আমরা। বাংলাদেশ বিনির্মাণে নতুন করে যাত্রা শুরু করতে চাই।