শিরোনাম
চিলমারীতে স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম, বাঁধা স্থানীয়দের বান্দরবানে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত যুবরাজের’ মৃত্যু গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন কারাগারে পাঠানো হয়েছে, রয়েছে ৯ শিশুও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতের আমির রাজধানীর সমাবেশে জামায়াত আমিরের অসুস্থতা দেখে হাত তুলে সারজিসের মোনাজাত; ভিডিও ভাইরাল চট্রগ্রামে এনসিপির গাড়িবহরকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় গাড়ি চালকে মারধর নোবেলের, থানায় নিয়ে গেল পুলিশ রাজপথের আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে ‘গুলি’ ছোড়ে র‍্যাব মিরপুরে আ. লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিলো জনতা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

চট্রগ্রামে এনসিপির গাড়িবহরকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ডেস্ক রিপোর্ট / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির গাড়িবহর কেরানিহাট স্টেশন অতিক্রম করে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে প্রবেশ করার সময় এ স্লোগান দেন নেতাকর্মীরা।

কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট স্টেশনে একটি পথসভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপির নেতাকর্মীদের।

কিন্তু কক্সবাজারের সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করে চকরিয়ায় মিছিল ও এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে সন্ধ্যার দিকে কেরানিহাট স্টেশনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এনসিপির গাড়িবহর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে প্রবেশ করার সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেন। এ ছাড়াও সেখানে বেশ কয়েকজনকে জুতা হাতে মিছিল করতে দেখা যায়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর সাকিব বলেন, ‘কেরানিহাট স্টেশনে এনসিপির নেতাকর্মীদের পথসভা করার কথা ছিল।

কিন্তু কক্সবাজারে তারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমরা তাদের প্রতিহত করতে কেরানিহাটে অবস্থান নিয়েছিলাম।

তাই তারা পথসভা না করে পুলিশি পাহারায় বান্দরবানে চলে যান। আমাদের নেতাকর্মীরা জুতা হাতে মিছিল করে এনসিপিকে সাতকানিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।’

সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম বলেন, ‘সাতকানিয়াতে এনসিপির পূর্ব ঘোষিত কোনো প্রোগ্রাম ছিল না। সময় সুযোগ হলে এনসিপির নেতাকর্মীদের কেরানিহাটে নামার কথা ছিল।

কিন্তু চকরিয়াতে বিশৃঙ্খলা হওয়ায় তাদের দেরি হয়ে গেছে। আমরা নেতাকর্মীদের রিসিভ করে বান্দরবানে নিয়ে এসেছি। সাতকানিয়া ও লোহাগাড়ায় কোনো সমস্যা হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ