সাভার পৌরসভার ভেতরে ঘুষের পাঁচ হাজার টাকা ভাগাভাগি নিয়ে দুই কর কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, ঘটনার ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌর কার্যালয়ে এ ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
জানা গেছে, চলতি বছরের জুনে দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের আবেদনের জন্য এক বাসিন্দার কাছ থেকে সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম পাঁচ হাজার টাকা নেন এবং মাত্র এক হাজার ১৫০ টাকার রশিদ দেন। কিন্তু কাজটি তিনি ইচ্ছাকৃতভাবে পেন্ডিং রাখেন।
বুধবার দুপুরে কর নির্ধারক নাজমুল হাসান এ বিষয়ে নজরুলকে প্রশ্ন করলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন।
তিনি বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে একে অপরকে আঘাত করেন। মূলত একটি ফাইল নিয়ে ঘটনাটি ঘটে। উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়ান তারা। জানতে চাইলে নাজমুল হাসান বলেন, একটি ফাইলের কাজ না করেই পেন্ডিং রাখেন নজরুল। বাড়ির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দিয়েছেন। বিষয়টি জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে আমাকে আঘাত করেন নজরুল। তখন হাতাহাতি হয়।
নজরুল ইসলাম বলনে, এখানে মারামারি হয়নি। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ঠিক হয়ে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।
এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।