গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামে বাঁশঝাড় থেকে শাহানারা নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, বকুল মিয়া জুয়া খেলা আসক্ত। তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন। এই টাকা আনতে অস্বীকৃতি জানালে প্রায় মারধর করেন। তারা ধারনা করছেন গত রাতে আবারও জুয়ার টাকা আনাকে কেন্দ্র করে তার স্বামী বকুল মিয়া শাহানারাকে মারধর করে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ওই গৃহবধূর মরদেহ বাড়ির পাশে বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখে। সকালে ওই গৃহবধূর মরদেহ বাঁশঝাড়ে দেখে এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী ও বড় ছেলে লাশ বাঁশঝাড় থেকে মরদেহ নামিয়ে ঘরে রেখে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়।
পরে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম, এসআই হারুনর রশিদ পুলিশ সদস্যদের নিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে