সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত সংগঠন ও বটবাহিনীর বিরুদ্ধে ৯ এবং ১১ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং গত এক বছরে বাংলাদেশে নারীদের ওপর যে সাইবার বুলিং করা হয়েছে সেগুলোর সঙ্গে গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সুপ্রিমকোর্টের মেইন গেইটের সামনে অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন ছাত্রদলের এই দুই নেতা।
এ সময় তারা বলেন, নারীরা যাতে রাজনীতিতে না আসে সেজন্য ছাত্রশিবির সরাসরি বিভিন্ন বট আইডি নিয়ন্ত্রণ করছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের সহায়তায় ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করছে উল্লেখ করে কোনো সংগঠন যেনো আর গুপ্ত রাজনীতি না করতে পারে ঢাবি উপাচার্যকে এই ঘোষণা দেয়ার জোর দাবি জানায় ছাত্রদল।
মানবন্ধনে অংশ নেয়া নারী শিক্ষার্থীরা এ সময় প্রশাসনের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ দাবি করেন।