শিরোনাম
নবীনদের পদচারণায় মুখরিত নজরুল বিশ্ববিদ্যালয় বগুড়ায় খাল থেকে মিললো ৪টি হাতবোমা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর : মাহফুজ আলম জামিনে মুক্তি পেলেন ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু অভিনব কায়দায় ডাকাতি, বগুড়ায় র‍্যাবের জালে তিন আসামি গ্রেফতার দিনাজপুরে র‍্যাবের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: উপদেষ্টা রিজওয়ানা রংপুরে নকলসহ ধরা পড়ে শিক্ষকের কারাবাস, মুক্তির পর সেই শিক্ষককে ফুলের মালা পড়ালো পরীক্ষার্থীরা! গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিতু রায় প্রেমঘটিতহ কারণে নিজ বাড়ির সামনে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে সু্ইসাইড নোটে তিনি লিখেন, ‘আই লাভ ইউ, মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব।

জানা গেছে, জিতু রায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলায়। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জিতুর লেখা সুইসাইড নোট থেকে জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছরের প্রেমে ব্যর্থ হয়ে ৩ পৃষ্ঠার এক চিঠি লিখে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

চিঠিতে তিনি লেখেন, তোমার সাথে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়, যেটা তুমি কখনও অস্বীকার করতে পারবে না। তোমার শেষ কথা ছিল আমাকে ভুলে যাও। কিন্তু আমি তোমাকে ভুলতে পারলাম না। তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব।

জিতু আরও লেখেন, তোমার জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু দিনশেষে প্রমাণ করে দিলে তুমি সুখের জন্য আমার জীবনে আসনি। আমার জীবনকে গলা টিপে হত্যা করার জন্য আসছিলে। আজকে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী, শুধু তুমি।

এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামানিক দুঃখ প্রকাশ করে বলেন, এসব সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতি বুধবার একজন মনোরোগ ডাক্তার আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যারা বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকে, এ ডাক্তারের কাছে আসলে তারা অবশ্যই ভালো পরামর্শ পাবেন আশা করা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীদের এমন ডিপ্রেশন এ সুপরামর্শের জন্য প্রতি বুধবার আমাদের বিশ্ববিদ্যালয় একজন মনোরোগ বিশেষজ্ঞ আসেন। প্রয়োজনে আমরা এ বিষয়ে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ