সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্ডারগার্টেন শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন, আবু আবু রুহেল মোহাম্মদ শফি রহমান, সুন্দরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অনিমেশ কুমার রায়, সাঘাটা উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি রানা মৃধা বাবু, সাদুল্লাপুর উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সহ-সভাপতি গোলাম রব্বানী, গোবিন্দগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি শিক্ষাবিদ মকবুল হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, ‘শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি মৌলিক অধিকার। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থি।
তারা আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনায় গড়া বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের কোনো জায়গা থাকতে পারে না। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় একটি স্মারকলিপি দেন তারা।