গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকেলের দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি গ্রামের ভ্যারামারা খেয়াঘাট সংলগ্ন তিস্তা নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই সময় মরদেহটি খেয়াঘাট এলাকায় ভাসছিল। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।