গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২৪০ লিটার চোলাই মদ জব্দ করেছে সেনাবাহিনীর দল। একইসঙ্গে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন রুবায়েত।
এর আগে, সোমবার (৭ জুলাই) রাতে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- বিনেশ চন্দ্র (৩১), সুনীল বাবু (১৮) চিচুয়া রাম (৬০)।
সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন রুবায়েত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রিতে জড়িত ওই ৩ জন গ্রেফতার করা হয়৷ জব্দ করা ২৪০ লিটার দেশী চোলাই মদসহ তিনজনকে সাঘাটা থানার সোপর্দ করা হয়েছে।