শিরোনাম
মামলা দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কারাগারে থাকা খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক এক যুবক আজকে একটি পক্ষ আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে : সাদেক কায়েম কাউনিয়ায় পলাশ মেম্বারের কাছ থেকে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা পঞ্চগড়ে রাস্তার অনিয়ম অস্বীকার; এলজিইডি কর্মকর্তাকে গণপিটুনি রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার  ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, বিপাকে ব্যবসায়ী পরিবার
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় ২৩৭৪ সিমকার্ড জব্দ, হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুই হ্যাকার চক্রের সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনীর দল। এসময় ২ হাজার ৩৭৪টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এর দায়ে ওহেদুল ইসলাম (৩৯) ও মামুন মিয়া (৩৭) নামে দুই হ্যাকারকে কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ জুন) গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেনা ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে হ্যাকার ওহেদুল ও মামুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনী। অভিযানে তাদের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২ হাজার ৩৭৪টি সিমকার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ভাতাভোগীদের সিম কার্ডের পিন কোডের চারটি রেজিস্ট্রার ও নগদ ছয় লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ওহেদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে ও মামুন মিয়া একই গ্রামের মধু মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীসহ অন্যান্য সরকারি ভাতাভোগীদের মোবাইল ফোনের সিম কার্ড হ্যাক করে প্রতিমাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ