গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুই হ্যাকার চক্রের বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনীর দল। এ সময় চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে গোবিন্দগঞ্জ থানা থেকে এ বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি দল।
এ সময় অভিযুক্ত হ্যাকার জুয়েল মিয়ার বাড়ি থেকে ডেক্সটপ কম্পিউটার, মনিটর, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, এয়ারটেল, বাংলালিংক ও গ্রামীণ সিম এবং নগদ টাকা জব্দ করা হয়।
এছাড়া হ্যাকার রনি মিয়ার বাড়িতে অভিযানকালে হার্ডডিস্ক, পেন ড্রাইভ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রি, সিমকার্ড জব্দ করা হয়েছে। পৃথক দু’টি অভিযানে রনি মিয়া ও জুয়েল মিয়া বাড়িতে না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় অভিযানিক দলটি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানের পর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।