শিরোনাম
সৃষ্টিজগতের রহমত রাসুল (সা.) মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে উৎসব মাতলো ব্রাজিল স্বামীর লাশ নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই স্ট্রোক করে মারা গেলেন স্ত্রীও ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তান, ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের আবেগঘন সমাপ্তি মেসির জোড়া গোলে ভেনিজুয়েলাকে হারালো আর্জেন্টিনা: ঘরের মাঠে শেষ ম্যাচে কিংবদন্তির বিদায় গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার এই সরকার ৫ বছর থাকুক, এখন আর কারো মুখে শুনি না : রাশেদ খান মহানবী সা. আমাদের জন্য আল্লাহর বড় উপহার : তারেক রহমান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে -সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাব্বির হোসেন (২২) জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের শাহজাহান আলী ছেলে।

গোবিন্দগঞ্জ থানায় মামলা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর সকাল ৯টায় সাঘাটা উপজেলার স্কুলছাত্রী (১৪) স্কুলে যাওয়া উদ্দেশ্যে বের হয়। এ সময় একই গ্রামের মন্টু মিয়ার ছেলে শান্ত মিয়া (২৪) তাকে অটোরিকশায় তুলে স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর বকুল তলায় খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম পলাশের নির্জন বাসায় নিয়ে যান। সেখানে মহিমাগঞ্জের পান্তামারী গ্রামের মোখলেছুর রহমান মোক্তারের ছেলে সুজন মিয়ার (২৪) সহায়তায় শান্ত ও একই গ্রামের সাব্বির হোসেন মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি সেখান থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং অভিভাবকদের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে স্কুলছাত্রীর মা তাহমিনা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ওই ৩ যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে সাব্বির নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে ধর্ষণ করার কথা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ