গাইবান্ধা সদর উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে জেলহান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেলহান মিয়া ওই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
স্বজনরা জানান, ঘটনার সময় বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিল জেলহান। এ সময় কুকারটি বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার আলী বলেন, জেলহান মিয়া নামের এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। এ ধরনের ঘটনা খুবই হৃদয়বিদারক।