গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ৪৬১ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাতে জেলা শহরে ডিবি রোডের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার পৌর এলাকার সিরাজুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রতন প্রধান ও পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা এলাকার সুমন মিয়া।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা পৌর এলাকায় মাদকের কারবার করত।
পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ৪৬১ পিস ইয়াবা, নগদ ২৪ হাজার ৪৫০ টাকাসহ তিনটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও নগদ অর্থ জব্দসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।