গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতভিটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এসময় ভাই-ভাতিজাদের ছুরিকাঘাতে রাধানাথ দাস (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বড় ভাই নৃপেন চন্দ্র দাস ও খলিশা দাস গংদের সঙ্গে বসতভিটার ভাগবাটোয়ারা নিয়ে রাধানাথ দাসের বিরোধ চলছিল। এরই একপর্যায়ে শুক্রবার সকালের দিকে রাধানাথ দাস বাড়ির সামনে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। এসময় খলিশা দাস ও তার দুই ছেলে শঙ্খরাজ দাসসহ আরও অনেকে রাধানাথ দাসকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এ অবস্থায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাধানাথকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, রাধানাথ দাসের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।