গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে স্বাধীন প্রধান (২০) নামে এক কলেজছাত্রকে অপহরণ করে একটি চক্র। পরে অভিযান চালিয়ে এ ছাত্রকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন – গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া সেলিম ও কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দ।
অপহরণের শিকার স্বাধীন প্রধান সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, কলেজছাত্র স্বাধীন প্রধানকে অচেনা ফোন নম্বর থেকে এক মেয়ের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে চক্রটি। বেশ কয়েক দিন ফোনে কথা বলার পর দেখা করার জন্য গত ২৯ আগস্ট সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরে ডেকে আনে মেয়েটি। আসার সময় স্বাধীন তার চাচাতো ভাই এম স্বপন আলীকে সঙ্গে নিয়ে আসেন। এরপর গোবিন্দগঞ্জ মৎস্য আড়ত গেলে শুভ ও মামুন ওই দু’জনকে ঝিলপাড়ার একটি বাসায় আটকে রাখলে, ধস্তাধস্তির একপর্যায়ে কেএম স্বপন আলী দৌড়ে পালিয়ে যায়।
তখন অপহরণকারীরা স্বাধীনকে অজ্ঞাত স্থানে আটক রেখে মোবাইলে তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে এবং বিকাশে তাদের দাবিকৃত মুক্তিপণের পাঁচ হাজার টাকা নেয়। এদিকে কেএম স্বপন আলী পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান শনিবার বিকেলে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ভিকটিম কলেজছাত্র স্বাধীনকে উদ্ধার করে। সেই সঙ্গে শুভ মিয়া ওরফে সেলিম ও মামুন আকন্দকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার শুভ ও মামুনকে রোববার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।