গাইবান্ধার ফুলছড়িতে প্রেমিকের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। পুলিশ এ ঘটনায় সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যবুককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ওই যুবককে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকার থেকে গ্রেফতার করা হয়। তিনি বোয়ালী খেয়াঘাট এলাকার ইউনুস আলীর ছেলে।
এর আগে, সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে নৌকায় ধর্ষণের ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রেফতার যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই সূত্র ধরে, কনকের সঙ্গে দেখা করতে যায় ভুক্তভোগী। সেই সুযোগে ফুলছড়ির বালাসী ঘাটে বেড়াতে গেলে, তরুণীকে ধর্ষণ করেন কনক। এ ঘটনায় ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ফুলছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শন (এসআই) আয়নাল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাদিকুল ইসলাম কনককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।