গাইবান্ধায় জামায়াত নেতার বাড়ীঘর ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ নেতা ও দুই ছেলে।
আজ রবিবার সকালে ( ১০ আগস্ট) গাইবান্ধা সদরের ঝাকুয়া পাড়ায় এ ঘটনা ঘটায় লক্ষীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ ও তার দুই ছেলে শামসুজ্জামান শামীম ও সৌরভ হাসান শাকিল।
জানা গেছে, দীর্ঘদিন থেকে জামায়াতের রুকন ও সাবেক শিবির নেতা মোঃ আতিকুর রহমান রাজুর সাথে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের সাথে জমিজমা সংক্রান্তের জেরে মনমালিন্য চলে আসা কালে আজ সকালে এ ঘটনা ঘটায়। এতে করে বাড়ীঘর ও আসবাবপত্রের নানা রকমের জিনিস নষ্ট হয়েছে।
পরে জামায়াত নেতা রাজু ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি অবগত করলে গাইবান্ধা সদর থানা পুলিশ গিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন।
জামায়াত নেতা রাজুর স্ত্রী মুন্জুরী বেগম বলেন, আমার স্বামী ও আমি দুজনেই জামায়াতে ইসলামীর রোকন। এই কারনে আমাদেরকে ওই আওয়ামী লীগ নেতা আমার স্বামীকে দীর্ঘদিন থেকে হয়রানী করে আসছেন, মিথ্যা মামলায় আসামী করেছেন, আজ হঠাৎ আমাদের বাড়ীঘর ভাংচুর করলেন। এ ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই।
এ প্রসঙ্গে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের ছেলে শামসুজ্জোহা শামীম বলেন, আমরা মামলা করেছি। পুলিশ বলছে, আপনাদের জায়গায় যে ঘরটা রাখছে, ওইটা একটু উঠাই দিয়া রাখতে পারেন। তাই আমরা আজ উঠাই রাখছি।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে এসে আমাকে বিষয়টি অবগত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।