গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চার টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের আব্দুল কাফির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। কাফি ইউনিয়ন জামাতের সমাজ কল্যাণ সম্পাদক বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নে গত মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করে আবুল কালাম নামে এক ডিলার। এ সময় ডিলারের সঙ্গে সখ্যতা করে চালগুলো কার্ডধারীদের না দিয়ে অসৎ উদ্দেশ্যে মজুত করে সবুজ নামে এক ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এদিকে, চাল মজুত করার দায়ে মোকন্দপুর কানিপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে সবুজকে আটক করে থানাহাজতে প্রেরণ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল কাফি নামে এক ব্যক্তির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় চাল মজুত করার দায়ে একজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।