ফরিদপুরের বোয়ালমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সংগঠনটির সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ফেস্টুন ও পোস্টার লাগানো হয়। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার সকালে এলাকাবাসীর নজরে আসে এসব ফেস্টুন। পোস্টারগুলোতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিদ্রুপমূলক মন্তব্য এবং স্বৈরশাসক শেখ হাসিনা ফিরে আসবেন এমন বার্তা প্রচার করা হয়। দিবাগত রাত ২টার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রান্ত সিদ্দিকীর ফেসবুক আইডিতেও আপলোড করা হয়। সেখানে তিনি লিখেন “ফয়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ।”
স্থানীয় সূত্র জানায়, বোয়ালমারী বাজার, ডাকবাংলোর প্রধান গেটে, কৃষি ব্যাংক, জর্জ একাডেমি, মহিলা কলেজ মোড়, বাস টার্মিনালসহ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এসব ফেস্টুন লাগানো হয়েছে। এ ফেস্টুন গুলো অনেক স্থান থেকে উঠিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোয়ালমারী উপজেলা বিএনপি প্রস্তুতি মূলক কমিটির সদস্য রোকনুজ্জামান বকুল বলেন, “আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা, গুম-খুন ও নানা হয়রানির মাধ্যমে দমন করেছে। সেই স্বৈরাচারকে ফিরিয়ে আনতে নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে নেমেছে। টেন্ডারবাজি, চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে থাকা এই সংগঠনের সাহস হলো কিভাবে?”
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তারা রাতের আঁধারে ফেস্টুন লাগাতে পারে। তবে আমরা সজাগ রয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিকে কড়া নজর রাখা হচ্ছে, পাওয়া মাত্রই আটক করা হবে