জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের আগামী লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন জয় করা এবং বাংলাদেশের পুনর্গঠন। গত রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকায় বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত এক পথসভায় তিনি এই ঘোষণা দেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হলো জাতীয় সংসদ ভবন।” তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও আমরা জয় করবো। জাতীয় নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপন হবে।”
আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। কেবল শেখ হাসিনার পতন নয়, আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশের। কিন্তু ৫ আগস্টের পরে নানা শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনেক সুযোগ দিয়েছি, আমরা আর সুযোগ দেবো না। যারা এই সংস্কারের কাজটাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদের কোনোদিন ক্ষমা করবে না।” নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে উল্লেখ করে তিনি “গণহত্যাকারী খুনি হাসিনার বিচার এবং নতুন সংবিধান” দেখতে চাওয়ার কথা বলেন। তিনি প্রতিশ্রুতি দেন, “আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো, ইনশাল্লাহ।”