শিরোনাম
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু,আহত ১২ সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করেই ঘরে ফিরলেন ছাত্রদলের নেতাকর্মীরা রংপুরের হারাগাছে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ ৫ আগষ্ট ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার দিনাজপুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার ঘটনায় উসকে দেয়ার অভিযোগে সাংবাদিক আটক দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৪ মাসের শিশুর মৃত্যু, মা-বাবা আশঙ্কাজনক শাহবাগের সমাবেশ থেকে ৯ দফা ঘোষণা দিলো ছাত্রদল এবার ২৪ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার ঘটনায় উসকে দেয়ার অভিযোগে সাংবাদিক আটক

স্থানীয় রিপোর্ট / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর গ্রামের বালাপাড়া হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হামলাকারীদের উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। শনিবার রাতে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আজ রোববার দুপুরে সেলিমকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার ঘটনার দিন হাবিবুর রহমান সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সে সময় তিনি হামলাকারীদের উসকে দেন। তার উসকানির প্রমাণস্বরূপ বিভিন্ন ভিডিও ও অডিও সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে এবং পরে থানায় সোপর্দ করে।

ওসি আল এমরান বলেন, হিন্দুপল্লীতে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় হাবিবুর রহমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গঙ্গাচড়ার আলদাদপুর গ্রামের এক যুবকের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ও অশালীন মন্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় গত ২৬ জুলাই অভিযুক্ত যুবকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৭ জুলাই পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জের সিঙ্গেরগাড়ি বাংলাবাজার এলাকা থেকে একটি মিছিল এসে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৮টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ