বিশেষ অভিযান পরিচালনা করে রংপুরে আমিনুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আমিনুর রহমান গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার রাত ১০টার দিকে গংগাচড়া বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুর রহমান গংগাচরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলার কুঠিপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
রংপুর জেলার পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার আওয়ামী লীগ নেতা আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত থাকলে বলে জানান তিনি।