শিরোনাম
ডিআইজির কাছে রংপুর রিপোর্টার্স ক্লাবের স্মারকলিপি গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম চাঁদা না পেয়ে কাজে বাঁধা : চেয়ারম্যান-বিএনপি নেতার সঙ্গেও উচ্চবাচ্য বিএনপির ওয়ার্ড নেতার  খালেদা জিয়া ভালো আছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন: ডা. জাহিদ হিলিতে বিচার দাবীতে এলাকাবাসী মানববন্ধন,বিক্ষোভ  অনুষ্ঠিত  খালেদা জিয়ার ভাগনে তুহিনকে মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আসিফ নজরুল খালেদা জিয়া দেশে ফেরায় ‘আনন্দিত’ জিএম কাদের, বললেন প্রত্যাশার কথা ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

খুলনার কয়রার দুর্গম উপকূলীয় জনপদে জেসিআই’র মানবিক উদ্যোগ

ডেস্ক নিভজ / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

ঢাকা থেকে প্রায় ৩২৫ কিমি দূরে সুন্দরবনের কোঁলে অবস্থিত খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন। এখানের পশ্চিম চরামুখা হাফিজিয়া মাদরাসা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত ১১ অক্টোবর জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশাল এবং ঢাকা সাউথ এর যৌথ উদ্যোগে এই পশ্চিম চরামুখা হাফিজিয়া মাদরাসায় ১০০০ লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংকি স্থাপন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে মাদরাসার প্রায় ৩০ জন শিক্ষার্থীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।

কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের অধিকাংশ বাসিন্দা সুপেয় পানির জন্য বৃষ্টির পানির উপর নির্ভর করে থাকে। কিন্তু বসত-ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠানে পযার্প্ত জলাধার না থাকায় বছরব্যাপী সুপেয় পানি সংরক্ষণ করা সম্ভব হয় না। এই সংকটময় পরিস্থিতিতে জেসিআই বরিশাল ও জেসিআই ঢাকা সাউথ “স্বচ্ছ পানি, নিরাপদ জীবন ” শীর্ষক প্রকল্পের অধীনে সুপেয় পানির সংকট লাঘবে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১০০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে। এই পানির ট্যাংকিটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিত করবে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি)।
হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন, “আমরা এই জলাধারটি পেয়ে ৬ মাস সুপেয় পানির নিশ্চয়তা পেয়েছি। এই মাদ্রাসায় ইতোপূর্বে বৃষ্টির পানির কোনো জলাধার না থাকায় সুপেয় পানির খুব কষ্ট হচ্ছিল, আজ থেকে সেই কষ্ট অনেকটা লাঘব হলো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বরিশালের স্থানীয় সভাপতি ড. জামিল খান, জেসিআই ঢাকা সাউথ এর স্থানীয় সভাপতি জাহিদ মারুফ, জেসিআই ঢাকা সাউথ এর ভাইস প্রেসিডেন্ট রাকিব বিল্লাহ, জেসিআই বরিশালের ডিরেক্টর আসাদ ইকবাল, পশ্চিম চরামুখা হাফিজিয়া মাদরাসার সভাপতি জি, এম, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাজী, মাওলানা আলমগীর হোসাইন, আইসিডি’র সদস্য আশিকুজ্জামান, মনিরুল ইসলাম, রাসেল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, ইয়াকুব আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ