শিরোনাম
দিনাজপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০, মোটরসাইকেল ভাঙচুর চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ মিটফোর্ডের ঘটনায় সকল ভাষা হারিয়ে ফেলেছি: জামায়াতের আমির ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, মির্জা ফখরুলের প্রতিবাদ ও নিন্দা ঢাকা মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বেরোবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পাথর মেরে ব্যবসায়ী হত্যা, শাস্তি দাবি করে একই লেখা পোস্ট করলেন রাকিব-নাছির বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে মিটফোর্ড হাসপাতালের সামনে খুনের ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

খুলনায় নাহিদ-হাসনাত-সারজিসদের সফর, তড়িঘড়ি করে সড়ক সংস্কারে ব্যস্ত সড়ক বিভাগ

ডেস্ক রিপোর্ট / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সূত্রে জানা গেছে, আগত প্রতিনিধি দলে থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ শতাধিক কেন্দ্রীয় নেতা। তাদের পথসভা ও পদযাত্রা হবে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে, যেগুলোর অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক ছিল।

শুক্রবার (১১ জুলাই) সরেজমিনে দেখা যায়, খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর ও আশপাশে সড়ক সংস্কারের তোড়জোড় চলছে। পুরনো ধোঁয়া ওঠা ট্রাক থেকে গলিত পিচের বালতি নামিয়ে তা ঢালা হচ্ছে রাস্তায়, সঙ্গে রয়েছে কয়েকজন শ্রমিকের ব্যস্ত পদচারণা, সব মিলিয়ে যেন একদিনেই ঢেকে ফেলা হচ্ছে বছরের অব্যবস্থাপনা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সাতক্ষীরা-শ্যামনগর সড়ক সংস্কারের দাবি থাকলেও তা কখনোই গুরুত্ব পায়নি। বর্ষায় পানি আর শুকনায় ধুলায় চলাচল ছিল দুর্বিষহ। এখন কেন্দ্রীয় নেতাদের সফর ঘিরে হঠাৎ করে যেন জেগে উঠেছে সড়ক বিভাগ।

এক দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিন কেউ দেখেও দেখেনি, এখন হঠাৎ করে রাস্তা মেরামত করছে। নিচে বেস না করেই ওপর থেকে পিচ ঢালছে, এক মাসও টিকবে না।

বিভিন্ন সূত্র বলছে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এর আগেও কুমিল্লার দেবিদ্বারে নিম্নমানের কাজ দেখে সড়ক নির্মাণ বন্ধ করে দেন। সে অভিজ্ঞতা থেকেই আশঙ্কা করা হচ্ছে, সাতক্ষীরায় এসে ত্রুটিপূর্ণ কাজ দেখলে তিনিসহ অন্যান্য নেতারা অসন্তুষ্ট হতে পারেন, এই ভয়ে চলছে এখন ‘শেষ মুহূর্তের মেরামত’।

স্থানীয় এনসিপি নেতারা বলছেন, হাসনাত ভাই সোজা কথা বলেন। নেতারা যদি এসে খারাপ রাস্তা দেখেন, তাহলে সড়ক বিভাগ চাপে পড়বে। তাই তারা এখন মরিয়া হয়ে কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আসছেন বলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে, এমনটা ঠিক নয়। টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে পূর্বনির্ধারিত সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। আজ আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় আমরা কাজ শুরু করেছি। এটি নিয়মিত সংস্কার কার্যক্রমের অংশমাত্র।’

এদিকে, আগামীকাল সকাল ৯টায় খুলনা থেকে সড়ক পথে এসে এনসিপি নেতারা সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন। সেখান থেকে সংক্ষিপ্ত পথসভা শেষে খুলনা রোড মোড়ে এসে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত হবে প্রধান পথসভা। এরপর নিউ মার্কেট ও হাটের মোড় হয়ে হবে পদযাত্রা। এ সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ