শিরোনাম
দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি আটক রংপুরে পরীক্ষায় নকল: ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর রংপুর সিটি করপোরেশনে মশকনিধনে দেড় কোটি টাকা, তারপরও বাড়ছে উপদ্রব এবার ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’ চার নেতা ও গণঅভ্যুত্থানে শহিদদের সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দোকানে হামলা, ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৩ লাইভে গুলি করতে প্ররোচনার ঘটনায় বেরোবির প্রক্টর অফিসের কর্মকর্তা গ্রেপ্তার
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

খানসামায় নিজের পোষা সাপের কামড়ে এক যুবক মৃত্যু

ডেস্ক নিউজ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বাংলায় প্রবাদ রয়েছে,‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’।সেই প্রবাদটির প্রতিফলন ঘটেছে। দিনাজপুরের খানসামা উপজেলায় নিজের পোষা গোমা (গোখরা) সাপের কামড়ে প্রাণ গেলো শাকিল ইসলাম (৩১) নামে এক যুবক মাহান (গুনিকের)।

তিনি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গারপাড়া পেশার মেম্বার পাড়ার ফরমাজ আলীর বড় ছেলে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল ) বিকেলে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,শাকিল মাহান (গুনিকের) পাশাপাশি বিভিন্ন সাপ নিয়ে খেলা করতেন।গত রমজান মাসের কয়েকদিন আগে এই গোমা (গোখরা) সাপটি ধরে বাড়িতে নিয়ে আসে।গত মঙ্গলবার দুপুরে তার পোষা সেই সাপটি কামড় দেয়।প্রথমে শাকিল বিষয়টি কাউকে জানাননি,নিজে নিজে সাপটির বিষ নামানোর চেষ্টা করে।পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অন্য আরেক গুনিকের কাছে নিয়ে যায়।সেই গুনিকেও সাপের বিষ নামাতে না পারায় ও খুব বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুরের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করেন।

পরে এই মৃত্যু শাকিলকে নিয়ে ঘটতে চলছিলো এক অলৌকিক ঘটনা।তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলেও পরিবারের ধারণা তার জীবন ফিরে আসবে।এ বিশ্বাসে রাতে আবারও গুনিক ও ওঝা নিয়ে ঝারফোক করেন।এ ঘটনা দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় লাগে।অবশেষে বুধবার সকাল ১০:০০ টায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আরও জানা যায়,এরআগেও তাকে ঐ সাপটি কামড় দিয়েছিলো,কিছু হয়নি।কিন্তু এদিন সেই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।শাকিলকে কামড় দেওয়া সাপটিকে মেরে ফেলে দিয়েছে উৎসুক জনতা।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন,আমি শাকিলকে দীর্ঘদিন থেকে জানতাম মাহানগিরি (গুনিকের) করে।আমি তার দ্বারায় মৌমাচির চাকও কেটে নিয়েছিলাম।বিভিন্ন সময়ে তাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যেতো।মঙ্গলবার রাতে সেই খেলার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ