শিরোনাম
খাগড়াছড়িতে এনসিপি’র নেতা-নেত্রীর পাল্টাপাল্টি জিডি চরমোনাইর দরবারে এনসিপির নাহিদরা বর্ষপূর্তিতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ হাসিনা সরকার পতনের পর থেকে থাকেন ভারতে, বেতন তোলেন বাংলাদেশে তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের রায় প্রকাশ কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা চালু কি বাটপারি নয়, প্রশ্ন ঢাবি অধ্যাপকের চিলড্রেন্স পার্টি’র কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই : মির্জা আব্বাস লক্ষ্য একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন: মির্জা ফখরুল কমিটি গঠনের ১ দিনের মাথায় এনসিপির তিন নেতার পদত্যাগ শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে : নাছির উদ্দিন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে এনসিপি’র নেতা-নেত্রীর পাল্টাপাল্টি জিডি

ডেস্ক রিপোর্ট / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

খাগড়াছড়িতে মানহানি, নিরাপত্তাহীনতা, মামলায় জড়ানোর হুমকি, মিথ্যা তথ্য ছড়ানোসহ একাধিক অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দুই নেতা একে অপরের বিরুদ্ধে জিডি করেছেন। এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা চলছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাসেল এবং রাসেলের বিরুদ্ধে মনজিলা সুলতানা খাগড়াছড়ি সদর থানায় এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বাতেন মৃধা।

পুলিশ জানায়, গত ১২ জুলাই এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা ও ১৩ জুলাই একই সংগঠনের খাগড়াছড়ি শাখার নেতা মো. রাসেল পাল্টা-পাল্টি জিডি করেন। মনজিলা সুলতানা জিডিতে রাসেলসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি ও সংগঠনকে জড়িয়ে ভিত্তিহীন, মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করার অভিযোগ করেন। অন্যদিকে, রাসেল তার জিডিতে মনজিলা সুলতানার বিরুদ্ধে সাংগঠনিক বিরোধ, অনিয়ম, মামলায় জড়ানোর হুমকি প্রদানসহ একাধিক অভিযোগ করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, জিডি দুইটি গ্রহণের পর তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপির খাগড়াছড়ি জেলার প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাসেল। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এনসিপির কেন্দ্রীয় নেত্রী ও দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা সংগঠনের নাম ভাঙিয়ে নানা অনিয়ম করে যাচ্ছেন। এ বিষয়ে তাকে মৌখিকভাবে একাধিকবার সতর্ক করার পরও কোন সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের মৌখিকভাবে জানানোর পর লিখিতভাবে জানানোর প্রস্তুতি নেয়ার সময় চ্যাটিং গ্রুপ থেকে কেউ একজন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর মনজিলা সুলতানা ক্ষিপ্ত হয়ে নানা হুমকি প্রদান করেন। এতে করে অনেকে অভিযোগ করা থেকে সরে দাড়াঁয়।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আগামী ২১ জুলাইয়ের কেন্দ্রীয় নেতাদের খাগড়াছড়ি জেলায় পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রাকে বানচাল করতে স্বার্থান্বেষী মহলের ইন্ধনে রাসেল এমন অপপ্রচার চালাচ্ছে বলে উল্টো অভিযোগ করেন অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ