শিরোনাম
রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত: ময়ূখ রঞ্জন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি ঘুষের অভিযোগের পর জোর করে সাক্ষর, থানায় অভিযোগ শিক্ষকের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি র‌্যাব ১৩ এর পৃথক অভিযানে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ; গ্রেফতার ০৫ জন চাইলে তিন মাসের মাঝে নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলে স্লোগান, ভুল স্বীকার করলেন বাম নেতা জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার শুরু কখনো ডিবি, কখনো মানবাধিকারকর্মী— অবশেষে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার প্রতারক কামাল জুলাই অভ্যুত্থানের কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে ৫ জনের মৃত্যু
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

ক্রাউড ফান্ডিং করে এনসিপির অফিস ও নির্বাচনে ব্যয় করা হবে: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ : / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা কার্যক্রমের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় স্থাপন ও নির্বাচনের ব্যয় সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ‘আপনার অনুদান, আগামীর বাংলাদেশ’ স্লোগানে শুরু হয় এই কার্যক্রম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অনলাইন ও অফলাইনে একটা ক্রাউড ফান্ডিংয়ের (গণচাঁদা সংগ্রহ) দিকে যাচ্ছি, যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা দলের কার্যালয় স্থাপনসহ নির্বাচনী তহবিল সংগ্রহ করব।’

বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন, তাদের এই আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে দেশের আপামর জনতা এনসিপিকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতেই অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আখতার হোসেন আরও বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি। এর মধ্য দিয়ে সংগঠনের আয়, ব্যয়, বরাদ্দ, আয়ের উৎস, ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টি, প্রাপ্ত প্রতিটি অর্থের স্বচ্ছতা নিশ্চিত করব। আমাদের বিরুদ্ধে যেসব অর্থনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে, কারও যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তাহলে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী বরাবর অভিযোগ করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ আরও নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ