বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে দাঁড়িয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার পিতার হাতে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফাহিমার পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় তিনি মেয়েটির সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন।

চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সিনিয়র নেতা রাজীব জাফর চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিউর রশীদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী ও মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. আহমদুল্লাহ্ চৌধুরী প্লেজার প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি ইউনিয়নের বাসিন্দা ফাহিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার পরিবার ছয় সন্তানের মধ্যে মধ্যবিত্ত কৃষক বাবার উপার্জনে কোনোমতে চলছিল। মেয়ের চিকিৎসার জন্য পরিবারের প্রায় সব সম্পদ বিক্রি করে শেষ পর্যন্ত অর্থ সংকটে চিকিৎসা বন্ধ হয়ে যায়। এ সময় এক ইউটিউবার ফাহিমাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন যা নজরে আসে তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে মেয়েটির খোঁজ-খবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ