শিরোনাম
পীরগঞ্জে সোহেল হত্যাকারী আসামির ফাঁসির দাবীতে মানববন্ধন । ধর্ষণের শিকার হয়ে বিষপান, হাসপাতালে তরুণীর মৃত্যু ঠাকুরগাঁও থেকে অপহৃত কলেজছাত্র দিনাজপুরে উদ্ধার, আটক ২ অবশেষে প্রাথমিকের শিক্ষকরা পাচ্ছেন ১০ম গ্রেডের স্বীকৃতি হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার মবে জড়িতদের ছাড় নয়, নেওয়া হচ্ছে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়মিত জামাতে নামাজ আদায়কারী ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দিল জামায়াতে ইসলামী পাটগ্রাম থানায় হামলার ঘটনায় যুবদল নেতাসহ গ্ৰেপ্তার ৯, বিজিবি মোতায়েন রংপুরে কাজে আসছে না টিকা বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স ইবি ছাত্রদলের ২ নেতার চাঁদা দাবি, লিখিত অভিযোগ দোকানদারের
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

কোনো চাঁদাবাজকে ক্ষমতায় বসাতে ২৪ শে মানুষ জীবন দেয়নি : আখতার

ডেস্ক রিপোর্ট / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, অনেকেই ভাবছেন শুধু একটা নির্বাচন করে ক্ষমতার পালাবদল ঘটিয়ে বাংলাদেশের জনগণকে সেই পুরোনো কায়দায় শোষণ করার। জনগণ জানান দিতে চায়, ২৪ শে আমরা জীবন দিয়েছি, আর কোনো চাঁদাবাজকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে নয়। আর কোনো শোষণকারী ও জুলুমবাজকে ক্ষমতায় বসাতে নয়। যদি দেশের মানুষের মানবিক মর্যাদাকে রক্ষা করতে হয়। তবে বাংলাদেশে অবশ্যই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে।

শনিবার (৫ জুলাই) নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে নওগাঁ জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে।

আখতার হোসেন বলেন, ২৪ এর নির্বাচনের পর আমরা ভেবেছিলাম শেখ হাসিনার মৃত্যু ছাড়া বা বাংলাদেশের জনগণের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া আমাদের হয়তো আর মুক্তি সম্ভব না। কিন্তু ২৪ এর অভ্যুত্থানের সময় আমরা খেয়াল করেছি আমাদের তরুণ ছাত্রদের হাতে, রিকশাচালকদের হাতে, সাধারণ মানুষদের হাতে একটি অস্ত্রও ছিল না।

সাধারণ মানুষ, তরুণ ছাত্র জনতা খালি বুক নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, জীবন দিতে পিছপা হয়নি। জীবন দিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই ২৪ এর সৈনিকেরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। তারা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের চাওয়াকে নাই করে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। আমাদের হাজার হাজার ভাইকে জেলখানায় জীবন শেষ করে দিতে হয়েছে। আয়না ঘরের মধ্যে আমাদের ভাইদের জীবন শেষ হয়ে গেছে। ওই আওয়ামী লীগ পিলখানায় গণহত্যা করেছে, ৫ মে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামাকে নির্বিচারে গুলি করে গণহত্যা করেছে। ওই আওয়ামী লীগ ২৪ এবং ১৮ সালে রাতের পাতানো একতরফা নির্বাচন করেছে।

ওই আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। ওই আওয়ামী লীগ ২৪ এর গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়েছে। সেই আওয়ামী লীগকে অবশ্যই অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ এবং তাদের গুন্ডা নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ