শিরোনাম
জুলাই সনদের আগে নির্বাচনি রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি পুলিশের গাড়ি আটকিয়ে মারধর করে আসামি ছিনতাই করে পালালো সহযোগীরা জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা, এখন তারাই আক্রমণ করছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি : মির্জা ফখরুল বগুড়ায় অভিনব কায়দায় হানি ট্র্যাপিং: নগ্ন ছবি তুলে ৪ লাখ টাকা দাবি, আটক ৭ পুকুর থেকে চোখ-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার, সন্দেহে বড় ভাইসহ আটক ২ সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না: তানভীর হুদা ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন করেছে সরকার আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়: কাদের সিদ্দিকী রোগীকে রেখে নার্সের টিকটক, সেই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর রাহী

বিনোদন ডেস্ক / ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর রাহী

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এ কনটেন্ট ক্রিয়েটরকে।

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা চলছে তাকে নিয়ে। এর মধ্যে গ্রেপ্তারের আগে থেকেই বিভিন্ন সময় নানাজনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে সখ্যতা ছিল। যদিও বারবার ‘বন্ধুত্ব’ বলেছেন তিনি।

এদিকে শোনা যায়, ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গেও প্রেম ছিল তৌহিদ আফ্রিদির। এ নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদিরই বন্ধু আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। একটি বেসরকারি টিভির সঙ্গে আলাপকালে তৌহিদ আফ্রিদির প্রেমঘটিত ব্যাপারে কথা বলেন। জানিয়েছেন, কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির।

তানভীর রাহী বলেন, ‘আমার মনে আছে, অনেক আগে এটা। আমি শুনেছিলাম, পায়েল আপুর সঙ্গে তার রিলেশন ছিল, এ পর্যন্তই। এসব ব্যাপারে বেশি ধারণা ছিল না। এই যে মেয়েঘটিত বিষয়, এগুলো আমরা কিছুই জানতাম না।’

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ