কুড়িগ্রামের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ওষুধসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম জেলা ইউনিট। এ সময় অভিযুক্তদের সহায়তার অভিযোগে এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল চত্বর থেকে হাসপাতালের সরবরাহ করা ৫০টি স্লিপে নেয়া ১৪ প্রকারের ৯৬৫ পিচ ট্যাবলেটসহ দু’জনকে আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদরের পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে স্লিপ দেওয়ার অভিযোগে হাসপাতালের (ইউনানি) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী