হতদরিদ্র ও চরের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের উদ্যোগে কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় ৭৮টি গরু কোরবানি করা হয়েছে।
শনিবার (৭ জুন) কোরবানির মাংস সাড়ে ছয় হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।
ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই সংগঠনটির মূল উদ্দেশ্য। এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংস্থার প্রতিনিধিরা। সম্পূর্ণ কার্যক্রমটি সুসংগঠিতভাবেই বিধি অনুসরণ করে পরিচালিত হয়।
কুড়িগ্রামে চার শতাধিক চরাঞ্চল রয়েছে। এসব চরাঞ্চলে বসবাস করে প্রায় সাত লাখ মানুষ। ঈদে অধিকাংশ চরে হচ্ছে না কোরবানি।
ঈদের আগেই এসব চরে পানি বৃদ্ধি পেয়েছে, দেখা দিয়েছে নদীভাঙন। নদীভাঙনের কারণে দিশাহারা হয়ে পড়েছে এসব অঞ্চলে বসবাসকারী হতদরিদ্র মানুষরা। চরের নিম্ন আয়ের মানুষরা অতি কষ্টে জীবন যাপন করছে। কোরবানি ঈদ এলেও – সেখানে ঈদের আনন্দ অনুভূতি নেই এসব চরবাসীর জীবনে। এবার জাকাত ফাউন্ডেশনের মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এ অঞ্চলের লোকজন।