বুধবার, ০৭ মে ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

কুড়িগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে এক কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন।

এর আগে, শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফজলু হক লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ ভুক্তভোগী কিশোরীদের বাড়িতে যায় ফজলুল হক ও তার স্ত্রী। সেই সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে কিশোরীকে অপহরণ করে তারা। পরে আটকে রেখে ১৮ দিন সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। গত বুধবার রাতে কৌশলে পালিয়ে আসে ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় মামলা হলে শুক্রবার রাতে পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

ওসি তছলিম উদ্দিন বলেন, ‘‘সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ