শিরোনাম
দেবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দোকানে হামলা, ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৩ লাইভে গুলি করতে প্ররোচনার ঘটনায় বেরোবির প্রক্টর অফিসের কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে – আবহাওয়া অধিদফতর ছাত্রলীগের প্রচার সম্পাদক, হয়েছেন ছাত্রদলেরও প্রচার সম্পাদক লাহোরে বিস্ফোরক-বোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে ৪৪ জনকে আটক করলো বিজিবি ভারত-পাকিস্তান একে অপরকে জবাব দিয়েছে, এবার তারা থামতে পারে: ট্রাম্প ভারতের বিরুদ্ধে পাল্টা হামলায় অংশ নেয় পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, ২ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ভিজিএফের চাল উদ্ধার

ডেস্ক নিউজ / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাজার মসজিদের ইমামের পরিচালিত একটি মক্তবের অফিস কক্ষ থেকে বিপুল পরিমাণের ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) দুপুরে স্থানীয় জনতা এ চাল আটক করে প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন।

উদ্ধারকৃত চালের পরিমাণ ৩ হাজার ৮০০ কেজি। চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য ইউনিয়নটিতে ৪৭ দশমিক ২৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ভিজিএফের এসব চাল অতি দরিদ্র ও অসহায়দের মাঝে ১০ কেজি হারে বিতরণ করবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মেম্বাররা এসব চালের অধিকাংশ কার্ড সুবিধাভোগীদের না দিয়ে পাইকার এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, সুবিধাভোগীদের নামে কার্ড না দিয়ে ফাঁকা কার্ড দিয়েছেন, যাতে যে কেউ এসে চাল তুলে নিতে পারে। ফলে ব্যবসায়ীরা তাদের লোক দিয়ে চাল তুলে নেয়। এরই প্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল হোসেন প্রচুর কার্ড কিনে তার বিপরীতে চাল উত্তোলন করে বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনের মক্তবের অফিসে রেখেছেন। স্থানীয়রা টের পেয়ে তা আটক করে প্রশাসনকে খবর দেয়।

কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কার্ড বা চাল বিক্রি করার কথা অস্বীকার করে জানান, কিছু কার্ড নাম ছাড়া ফাঁকা বিতরণ করা হয়েছে এটা সত্য। তবে তা সাধারণ মানুষ পেয়েছেন। রাজনৈতিকভাবে আমি কোনো নেতাকে কার্ড দেই নাই। ভিজিএফের সুবিধাভোগীরাই চাল বিক্রি করে থাকতে পারেন। স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সম্পাদক সেসব চাল কিনেছেন। আমার এখানে কোনো দায় নেই।

সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান জানান, সমস্ত চাল উদ্ধার ও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তিন চারজনের জড়িত থাকার তথ্য আমরা পেয়েছি। তাদের নামে নিয়মিত মামলা দায়ের হবে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ