শিরোনাম
মামলা দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কারাগারে থাকা খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক এক যুবক আজকে একটি পক্ষ আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করছে : সাদেক কায়েম কাউনিয়ায় পলাশ মেম্বারের কাছ থেকে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা পঞ্চগড়ে রাস্তার অনিয়ম অস্বীকার; এলজিইডি কর্মকর্তাকে গণপিটুনি রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার  ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম যাদের অ্যানড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন : উসমান হাদী কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, বিপাকে ব্যবসায়ী পরিবার
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছেন সেনাবাহিনী

মোঃ দুর্জয় হাসান  / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

 

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং ঈদ উপলক্ষে বাড়তি যানজট নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। শহরের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে চেকপোস্ট, জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

আজ বুধবার (৪ জুন) সকাল ১০টায় শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আহাদ বলেন, “চাঁদাবাজি, অবৈধ দখল, মাদক ও চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

এ সময় উপস্থিত ক্যাপ্টেন খালিদ বলেন, “সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ঈদযাত্রাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ভোগান্তি বা দুর্ঘটনা না ঘটে, সে জন্যই এই বিশেষ টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। শহরের একজন অটোচালক বলেন, “সেনাবাহিনী যে টহল শুরু করেছে, এটা যদি এমনভাবে চলতে থাকে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, তারা সুন্দরভাবে রাস্তায় চলাচল করতে পারবো। আমরা চাই সেনাবাহিনীর এই কাজ চলতে থাকুক।”

রিকশাচালক সফিকুল ইসলাম বলেন, “শাপলা চত্বরে প্রায় সবসময় জ্যাম লেগে থাকে। কিন্তু সেনাবাহিনী সকাল থেকে এখানে আসার কারণে এখন আর কোনো জ্যাম নেই। আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারছি।”

সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, জনস্বার্থে এমন উদ্যোগ চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ