কুড়িগ্রামের রৌমারীতে হামলা চালিয়ে এক বসতবাড়ী দখলে নেওয়ার চেষ্টা এবং বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি অমল উদ্দিন। ভুক্তভোগির অভিযোগ সুত্রে জানাগেছে, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতোলা এলাকার অমল উদ্দিনের তফসিল বর্নিত পৈত্রিক ৫৯ শতাংশ জমির ওপরে বসতবাড়ী রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই বসতবাড়ীতে রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ মতো গাছ কর্তন করা হয়। অভিযুক্তরা হলেন, জহিরুল হক সোনা, আবু সাঈদ, নরুল হোদা, হায়দার, শালু মিয়া, ফজলুল হক, জসিম উদ্দিন, শিমুলসহ আরও অনেকেই।
এছাড়াও ভুক্তভোগি ওই পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্তরা। অভিযোগের বিষয় জানতে চাইলে জহিরুল হক সোনা, নরুল হোদা, হায়দার বলেন, আমরা যাতায়াতের সরকারি রাস্তা বের করার জন্য ওই বসতবাড়ীর গাছপালাগুলো কাটা হয়েছে। এতে তো কোনও অপরাধ করিনি। অভিযোগকারী হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগি অমল উদ্দিন অভিযোগ করে বলেন, অন্যায়ভাবে গ্রামের কিছু ব্যক্তি আমার বসতভিটায় এসে হামলা চালিয়ে গাছপালা কেটে ফেলে দেয়। পরে মেম্বার-চেয়ারম্যানের নিকট গিয়েও কোন বিচার পায়নি। এদিকে আমাকেও মারবে বলে হুমকি দেন তারা। পরে আমি নিরুপায় হয়ে থানায় গিয়ে তাদের নামে অভিযোগ করেছি।
স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন মিয়া জানান, গ্রামের কিছু লোক ওই বসতবাড়ীতে গিয়ে গাছপালা কাটতে থাকে, তখন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের আইন হাতে না নেওয়ার জন্য অনুরোধ করেছি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, ওই জমির এক অংস সরকারি খাস হওয়ায় অভিযোগকারীকে এসিল্যান্ডের নিকট যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।