বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে
র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
আজ বুধবার বিকাল ৪ টায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতি ঘটতে থাকে অল্প সময়ের মধ্যে সমাবেশ স্থল মানুষের উপস্থিতিতে পুণ্যতা লাভ করে বিকাল ৫ টায় ওলামা দলের সাবেক সাঃ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উক্ত সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিঃ সভাপতি বিলকিস ইসলাম
আরোও উপস্থিত ছিলেন, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সামছুল আলম ও হাফিজ উদ্দিন খান,জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাঃসম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,সৈয়দপুর বাস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম,সাঃ সম্পাদক মোহাম্মদ আলী,কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান, সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম,মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সাঃ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, সদস্য সচিব দেবাশীষ সরকার,ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্হিতি ছিল লক্ষনীয়।
চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন বলেন, সঠিক আদর্শ নিয়ে দাঁড়িয়ে আছে বিএনপি যে আদর্শ দিনে দিনে বিএনপিকে শক্তিশালী করেছে, কোন ষড়যন্ত্র বিএনপিকে হার মানাতে পারেনি পারবেও না ইনশাআল্লাহ। নতুন প্রজন্ম কে নিয়ে ধানের শীষ এগিয়ে যাবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিঃ সভাপতি বিলকিস ইসলাম বলেন, তারা পিআর এর কথা বলে, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে। তবে বলতে চাই গত ১৭ বছর নির্যাতন হামলা মামলা করে বিএনপিকে ঠেকাতে পারে নাই, ছোট খাটো ষড়যন্ত্র করে কিছুতেই ঠেকাতে পারবে না।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সাধারণ মানুষের ভোটাধিকার চাই, বিএনপি পিছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায় না,বিএনপি সবসময় ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে,আগামী দিনেও সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
আলোচনা সভা শেষে র্যালিটি কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম ফটক থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।