রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় কিশোরগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর হাইস্কুলে ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির উপস্হিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক জাকারিয়া সরকার দোদুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,
আরোও বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সদস্য শহিদুল ইসলাম ও সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই আমি জিয়ার সৈনিক আমি বিএনপিতে পদ নিয়েছি কমিটমেন্ট করেছি এবং আমার কমিটমেন্ট অনুযায়ী মাঠে কাজ করবো।আমি ১৯ দফায় বিশ্বাসী, জিয়াউর রহমানের ১৯ দফার রাজনীতি জনগনের কাছে পৌছায় দিবো।আজকে গোটা বিশ্ব বিএনপিকে মধ্যম পন্থার উদারনীতি দল বলে জানে কারন এই দলের মধ্যে স্পষ্ট বলা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামি মূল্যবোধে বিশ্বাসী।
সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, অনেকের জন্ম হয়নি বিএনপি প্রতিষ্ঠার আগে তারা আবার বিএনপিকে নিয়ে কথা বলে,আমরা উত্তর দেইনা বলে সাহস পাচ্ছে, ভদ্রতার একটা সীমা আছে ।আগে ১৫০ টাকার শার্ট পরে আন্দোলন করছিলো এখন ৩ কোটি টাকার গাড়িতে বের হয়, জনগন কি বোঝে না সবই বুঝে,আমাদের উচিত বিভিন্ন দলের অপকর্মের কথা সাধারন মানুষ অব্দি পৌছা।
অনুষ্ঠানের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী,২নং ওয়ার্ডের সভাপতি সেলিম,৩নং ওয়ার্ডের সাঃ সম্পাদক আফজাল হোসেন,৪ নং ওয়ার্ডের সভাপতি নজরুল,সাঃ সম্পাদক আজানুর,৫ নং ওয়ার্ডের সাঃ সম্পাদক এমদাদুল,৬ নং ওয়ার্ডের সভাপতি নুর আমিন,৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক,সাঃ সম্পাদক জাহেদুল,৮ নং ওয়ার্ডের সভাপতি আবু মুছা,৯ নং ওয়ার্ডের সভাপতি মোসলেম।