নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার দুপুরে ২২ জন প্রতিবন্ধীর মাঝে বিশেষ চেয়ার বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে প্রতিবন্ধীদের চলাফেরার সুবিধার্থে এ বিশেষ চেয়ার বিতরণ করা হয় বলে সমাজসেবা অফিসার জাকির হোসেন জানান।
উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে বিশেষ চেয়ারগুলো বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন প্রমুখ।