নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সততা চর্চায় ও সততায় গড়ে তুলতে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে পানিয়ালপুকুর স্কুল এন্ড কলেজে সততা ষ্টোরটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আ. ফ. ম শাওনুল হক শাওন।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সহকারি অধ্যাপক হেলাল মাহমুদ ও সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোনহাজিল ইসলাম ও জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মালেক। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা-সততা সৃষ্টিতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা ষ্টোরটি স্থাপন করা হয়।
এর আগে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পিবিজিএস স্কীমের চেক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির ২০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রত্যেককের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা, নজরুল প্রতিযোগিতা, রচনা, গান, আবৃত্তি, ফুটবল, বউচি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কারও বিতরণ করা হয়।