লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি মাছের খামারে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় ১ একর আয়তনের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামারি ইয়াকুব আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বর্তমানে ছিল মাছ বিক্রির মৌসুম। এমন সময় সব মাছ মরে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ইয়াকুব আলী স্থানীয় বাসিন্দা দিল মাহমুদের ছেলে।চোখেমুখে হতাশা নিয়ে তিনি বলেন, “সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে। পাড়ে এক ধরনের বিষাক্ত ট্যাবলেট পড়ে থাকতে দেখি। রাতের আঁধারে কেউ ঘেরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।”
ইয়াকুবের ছোট ভাই ইজ্জত আলী অভিযোগ করে বলেন,“অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন— “ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত খামারিকে ভবিষ্যতের যেকোনো প্রণোদনা বা সহায়তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন— “ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি মাছ ও ফসলের ক্ষেতে এ ধরনের বিষ প্রয়োগের ঘটনা বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে এ ধরণের নাশকতা আরও বাড়তে পারে।