আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফিরোজ হায়দার লাভলু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ হায়দার লাভলু বলেন,
‘জনগণ যদি জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট বা কোনো ধরনের অন্যায় থাকবে না। জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আমি কাজ করতে চাই।’
তিনি আরও বলেন,
‘লালমনিরহাট-২ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাদের মতামত ও পরামর্শ অনুযায়ী কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব। এ আসনকে জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে একটি শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করব।’
ফিরোজ হায়দার লাভলু শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্য সুরক্ষাকে নিশ্চিত করে একটি মানবিক, আধুনিক ও আত্মনির্ভরশীল লালমনিরহাট-২ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ন্যায়বিচার ও সমৃদ্ধির আলোয় আলোকিত একটি অঞ্চল গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন ও সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।