শিরোনাম
বিএনপির স্থাপিত অভিযোগ বাক্সে জমা পড়ল নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?’ জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত আদালত চত্বরে আ’লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদলের পাঁচ নেতা ‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’ রংপুরের শিবলী কায়সারসহ এএসপি থেকে ডিআইজি পদমর্যাদার ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত কুড়িগ্রামে বিষাক্ত খৈয়া গোখরার ছোবলে সাপুড়ের মৃত্যু, কাঁচা সাপ খেয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন আরেক ওঝা। মসজিদের ৪২ বিঘা সম্পত্তি বেদখল: সরকারি হস্তক্ষেপের আবেদন মুসল্লিদের আওয়ামী লীগ আমলে ভোট করা অপরাধ হলে বিএনপি-জামায়াতও অপরাধী: জাতীয় পার্টির কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক হলেন ডিআরবি নিউজ প্রতিনিধি কায়সারুল আলম সোহাগ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী খয়ের জামালের যাবজ্জীবন কারাদণ্ড

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডও প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর রাতে র‌্যাব-১৩ রংপুরের একটি বিশেষ টহল দল কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে অভিযান চালিয়ে খয়ের জামালকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৭২ বোতল ফেনসিডিল, মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি কার্ড এবং মাদক বিক্রির ৭,০০০ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার পর র‌্যাব সদস্য রবিউল আলম বাদী হয়ে খয়ের জামালের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দুটি মামলাই আদালত গ্রহণ করে। মঙ্গলবার মাদক মামলার রায় ঘোষণা করা হয়, আর অস্ত্র মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন বলেন, “আদালত খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন। এটি মাদকবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান রিপন রায়কে ‘একপেশে’ দাবি করে বলেন, “আমরা উচ্চ আদালতে আপিল করবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ