লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ দোকানের সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদার।
এ ঘটনা ঘটে ১ আগস্ট ভোররাতে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের শংকর বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় স্থানীয়রা আগুন দেখতে পান এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে।
তৎক্ষণাৎ এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায় এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানটির কিছুই অবশিষ্ট ছিল না।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, তিনি রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন। পরদিন সকালে খবর পেয়ে ছুটে এসে দেখেন—সবকিছু পুড়ে শেষ! পরিবারে দুই প্রতিবন্ধী সন্তান রয়েছে, যাদের চিকিৎসা ও ভরণপোষণ নির্ভর করত এই ব্যবসার ওপর।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু না বলা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে।
এখন ব্যবসায়ী পরিবারটি চরম সংকটে পড়েছে। এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃপক্ষের দ্রুত সহযোগিতা কামনা করেছেন, যাতে এই পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।