কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকায় প্রায় এক মাস আগে আপন বাবার হাতে মেয়ের ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মামলার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ধর্ষক কাশেম (৫৫) ছেলে শাহজালাল (২৮) তার বাবাকে পালিয়ে থাকতে সহায়তা করছে এবং ভুক্তভোগীর প্রতি কোনো সমাধান দিচ্ছে না। বরং তারা মেয়েটিকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং হত্যার চেষ্টার কথাও বলছে। নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী বর্তমানে গ্রামবাসীর কাছে আশ্রয় নিয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগী মেয়ে জানায়,“আমি আমার বাবার ফাঁসি চাই। আমি তার বাড়িতে নিরাপদ নই।আমি যেখানে আশ্রয় নিয়েছি সেখানে তারা হামলা চালাচ্ছে এবং আমাকে মারার কথা বলেছে”
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক ও তার ছেলের দোকান তালাবদ্ধ করে রাখলেও পরে প্রভাবশালীরা তা খুলে দিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসী, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও পূর্ব দুধকুমার পাড় যুব সংগঠন একত্রে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব সুব্রত কুমার ভট্টাচার্য, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, পূর্ব দুধকুমার পাড় যুব সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ বদিউজ্জামান, সভাপতি জনাব মোঃ সুমন মিয়া,সাধারণ সম্পাদক রাসেল মিয়া, স্থানীয় পল্লী চিকিৎসক জনাব মোঃ আমিনুর রহমান এবং গ্রামের বহু নারী-পুরুষ। বক্তারা একসঙ্গে বলেন—
“এ ধরনের জঘন্য ঘটনার বিচার না হলে সমাজে অপরাধ আরও বাড়বে। আমরা চাই, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা হবে।”