লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সরেজমিনে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশ্ববর্তী উত্তর ঘনেশ্যাম এলাকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত ২৭ আগস্ট দুপুরে তুষভান্ডার বাজারের তুষভান্ডার বস্ত্রালয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের পাকা বাড়িতে ভেন্টিলেশন ফ্যান ভেঙে চোরচক্র প্রবেশ করে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা।
এর মাত্র একদিন পর, ২৮ আগস্ট দুপুরে একই এলাকার উপজেলা স্বাস্থ্য সহকারী লতিফুর ইসলাম লিটনের বাড়িতে চুরি সংঘটিত হয়। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা একটি টেলিভিশন, একটি রাউটার ও তিনটি মুরগি নিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং স্টিলের আলমারি ও কাপড় রাখার ট্রাংক ভাঙা অবস্থায় রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানাকে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অবহেলার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।