কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক তৎপরতা বিষয়ে আলোচনা সভা শনিবার রাতে পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান বসুনিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি এবিএম ফিরোজ মন্ডল, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,ইউনিয়ন বিএনপির সদস্য মুজাহিদুর রহমান বসুনিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমূখ।
তৃর্ণমুল পর্যায় থেকে দলের ভিত কে শক্তিশালী করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।