বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার পালিত হয়।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম এলাকাসহ কেন্দ্রীয় কবর স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক শাহাজাহান মন্ডল, যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোছাব্বের হোসেন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোছাব্বের হোসেন কয়েলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন সেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও সবসময় এগিয়ে থাকে। পরে কেন্দ্রীয় কবরস্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।