রংপুরের কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু বরণ করেছে।
রবিবার দিবাগত রাত ১ ঘটিকায় সময় উপজেলার মীরবাগ কদমতলার পশ্চিমে মায়া পারটেক্স কোম্পানির সংলগ্ন অজ্ঞাত একটি গাড়ি এক পথ চারীকে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার দিবাগত রাতে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডের পশ্চিমে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী কে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনা স্থলেই মারা যায়। দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় পথচারী ওই মৃত্যু কে চেনার কোন উপায় নেই পরে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ ঘটনাটি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি তবে নিহত ওই নারীর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।